SPC - WORLD EXPRESS | SPC তে একাউন্ট খুলার আগে পোষ্টটি পড়ুন

SPC - WORLD EXPRESS | SPC তে একাউন্ট খুলার আগে পোষ্টটি পড়ুন
SPC - World Express 


SPC Bangladesh | SPC Bd


 SPC- Super Power Community.  এই নামটি সম্পর্কে ছোট-বড় আমরা প্রায় সবাই কম বেশি অবগত। বলতে গেলে রাতা রাতি বড়লোক হওয়ার একটা সিড়ি। অনেকে হয়ত একে সোনার হরিণ ও বলে থাকে। আপনি কি জানেন এটা কি? আপনারা যে টাকা ইনকাম করছেন এটা কোথা থেকে আসছে? অনেকেই মনে করেন, আমরা যে বিজ্ঞাপন দেখি ঐ কোম্পানির সাথে চুক্তি করা থাকে। ঐ কোম্পানি Sponsor হিসেবে টাকাগুলো দিয়ে থাকে। আপনাদের কি কোনো ধারণা আছে ঐ সাবান,শ্যাম্পু কোম্পানি গুলো কতো বড়? সারা বিশ্ব ব্যাপি যাদের ব্যবসা। তাদের কি কোনো প্রকারের প্রয়োজন আছে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের ছোট্ট একটি site এ তাদের পান্যের বিজ্ঞাপনগুলো চালানো? যেখানে ভিউস গুলো আসে তাদের একটাও real view না। টাকার বিনিময়ে views বাড়িয়ে তাদের কি লাভ? এটা কি কোনো ছেলে খেলা? তাহলে SPC থেকে যে টাকা গুলো আসছে তা কোথা হতে আসছে? ঐ টাকা গুলো আপনার আমাদেরই কষ্টের টাকা গুলো। একটা একাউন্ট খুলতে ১০০০ টাকা লাগে। প্রতিদিন পাবেন মাত্র ১২টাকা করে। তাহলে আপনার পুঁজি আসতে লাগছে প্রায় আড়াই মাস সময়। এই আড়াই মাস সময়ের মধ্যে আপনার টাকা দিয়েই আরো অনেক একাউন্টের খরচ চালাচ্ছে ওরা। এভাবে দিনে দিনে প্রচুর একাউন্ট তৈরি হচ্ছে। আপনি নগদ ১০০০ টাকা দিয়ে একাউন্ট খুলছেন। আর আপনাকে এই টাকা থেকেই প্রতিদিন ১২ টাকা করে দেওয়া হচ্ছে। কি মজার কাহিনী তাইনা? 


আচ্ছা একবার ভাবুনতো যদি sponsor বা অন্য কোন যায়গা থেকে সত্যিই তাদের উপার্জন হতো, তাহলেতো কোম্পানিগুলো বছরের পর বছর থাকার কথা ছিল। তাহলে কিছু দিন পর পর কেন শুনা যায় earning site.  গুলো প্রচুর টাকা নিয়ে ভেগে গেছে।  site বন্ধ? 


আপনার মনে প্রশ্ন থাকতে পারে, SPC তাহলে এখনো টিকে আছে কেন? তাহলে আমাদের উত্তর একটাই। SPC- WORLD একটা বৃহত্তর পুঁজির দিকে ছুটছে। তারা ১ টা একাউন্টের টাকা দিয়ে আড়াই মাস ঐ একাউন্টের খরচ চালাতে পারছে। তাই যখন ওদের বৃহৎ টার্গেট পূরণ হয়ে যাবে। হয়ত দেখবেন ভেগে গেছে।


দয়া করে লোভের মধ্যে পরে নিঃস্ব হতে যাবেন না।

মহান আল্লাহ তায়ালার কাছে কোনো কিছুরই অভাব নেই। তাই লোভে না পরে বরং নামাজ পড়ে আল্লাহ্ তায়ালার কাছে চাইতে থাকুন। একদিন আপনার সকল অভাব পূরণ হয়ে যাবে। ইনশাআল্লাহ্ 🥰

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url