এই পৃথিবী - বড় পীর হযরত শেখ আবদুল কাদের জিলানী (রহঃ)


প্রেরণার উৎস বড় পীর আবদুল কাদের জিলানি (রহ.)



এই পৃথিবী - বড় পীর হযরত শেখ আবদুল কাদের জিলানী (রহঃ)
দুনিয়ার ফাঁদ

এই পৃথিবী 


বড় পীর আব্দুল কাদের জিলানী রহঃ এর অমর বাণী




হযরত শেখ আব্দুল কাদের জীলানী রহমাতুল্লাহি আলাইহি এরশাদ করিয়াছেন, যখন তোমরা দেখিবে যে, দুনিয়াদারদের হাতে দুনিয়া তাহার অবাস্তব রূপ, জাহেরী নম্রতাও গোপনীয় কঠোরতা ও সংকটময় হওয়া সত্বেও সে দুনিয়াদারগণকে তাহার ধোকার শিকার করিয়া তাহাদিগকে ধ্বংসের মুখে নিক্ষেপ করিতেছে এবং দুনিয়া তাহাদের জন্য জীবন নাশক বিষক্রিয়া প্রয়োগ করিতেছে। তথাপিও দুনিয়াদারগণ আপন পর সকল লোক হইতে দূরে থাকিয়া গাফলতের ও ওয়াদা ভঙ্গ করার শিকার হইয়া গিয়াছে তখন তুমি সেই দুনিয়াদার ব্যক্তিগণকে এই ভাবের দৃষ্টিতে দেখ যেন একজন লোক উলঙ্গ অবস্থায় পায়খানা করিতেছে। আর তাহার চতুর্দিকে পায়খানার দুর্গন্ধ ছড়াইয়া পড়িতেছে। তুমি তখন এই দৃশ্য দেখিয়া চক্ষু বন্ধ করিয়া ফেল এবং নাক বন্ধ কর। ঠিক এমনিভাবে দুনিয়াদারদের জাহেরী রং-রূপ দেখিলে চক্ষু বন্ধ কর এবং তাহাদের খাহেশাত ও পার্থিব স্বাদ ভোগের দুর্গন্ধ হইতে নাক বন্ধ করিয়া ফেলিবে, তাহা হইলে দুনিয়ার বিপদ হইতে তুমি রক্ষা পাইবে। তারপর তোমার ভাগ্যে যাহা আছে তাহা অবশ্যই তুমি লাভ করিবে এবং নিঃসন্দেহে তুমি তোমার ভাগ্যে লিখা বস্তু ও সম্পদ ভোগ করিবে। যথা- আল্লাহ পাক স্বীয় পয়গাম্বর আলাইহিস সালামকে আদেশ করিয়া এরশাদ করিয়াছেনঃ “হে নবী! আপনি ঐ সব বস্তুর প্রতি মোটেই নজর করিবেন না যাহা আমি কাফেরগণকে ভোগ বিলাসের জন্য পরীক্ষা মূলক দান করিয়াছি। আপনার প্রভুর রিজিক অতি উত্তম।”


ফতুহুল গয়ব🥀




আল্লাহর জন্য কিছু ত্যাগ করা - আল্লাহর জন্য কাউকে ভালোবাসা - আল্লাহ তায়ালার জন্যই সকল ভালোবাসা


শত্রুতা বা ঘৃণা ও ভালবাসা আল্লাহ তায়ালার জন্যই কর - হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ),
আল্লাহর জন্য ভালোবাসা 
 



মোমিনের ভালোবাসা আল্লাহর জন্য | আল্লাহর জন্য কাউকে ভালোবাসার ফজিলত



 

শত্রুতা বা ঘৃণা ও ভালবাসা আল্লাহর জন্যই কর 


হযরত শেখ আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ফরমাইয়াছেন, যখন তোমার অন্তরে কোন মানুষের প্রতি ঘৃণা বা শত্রুতা অথবা ভালবাসা উপলব্ধি কর তখন সেই ব্যক্তির আমলগুলিকে কিতাবুল্লাহ ও সুন্নতে রাছুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সামনে পেশ কর। যদি তাহার আমল কিতাবুল্লাহ ও সুন্নতের মধ্যে ঘৃর্ণিত হয় তাহা হইলে তুমি খুশী হইয়া যাও। কেননা তোমার ধারণা আল্লাহ ও রাছুলের মুয়াফেক হইয়াছে। এই হুকুম ঐ সময় দেওয়া হইবে যখন তুমি তাহার কাজকে ঘৃণা করিতেছিলে। আর যদি কিতাব ও সুন্নাহের মধ্যে তাহার আমল পছন্দনীয় হয় অথচ তুমি তাহাকে ঘৃণা করিতেছ তাহা হইলে জানিয়া রাখ যে তুমি খাহেশ ওয়ালা। তোমার খাহেশের বশীভূত হইয়া তাহাকে ঘৃণা করিতেছ এবং তাহাকে ঘৃণা করিয়া তুমি তাহার উপর জুলুম করিয়াছ এবং আল্লাহ ও রাছুলের নাফরমান ও তাঁহাদের বিরোধী হইয়াছ।


অতএব তুমি আল্লাহর নিকট তওবা কর তোমার এই ঘৃণা হইতে এবং ঐ ব্যক্তির মহব্বত আল্লাহর নিকট প্রার্থনা কর এবং সেই ব্যক্তি ছাড়াও আল্লাহর অন্যান্য প্রিয় বান্দাগণ, তাঁহার অলিগণ, তাঁহার নির্বাচিত বান্দাগণ ও ছালেহীনের মহব্বত তোমার অন্তরে সৃষ্টি হওয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা কর। তাহা হইলে তুমি ঐ ব্যক্তির মহব্বতের মধ্যে আল্লাহর মুয়াফেক হইবে। অনুরূপভাবে যাহাকে তুমি ভালবাস তাহার বেলায়ও এইরূপ কর। অর্থাৎ তাহার আমলগুলিকে কিতাব ও সুন্নাহের সামনে পেশ কর। যদি তাহার আমলগুলি কিতাব ও সুন্নাহের মধ্যে মাহবুব হয় তাহা হইলে তুমি তাহাকে ভালবাস। আর যদি তাহার আমলগুলি কিতাব ও সুন্নাহের দৃষ্টিতে ঘৃণিত হয় তাহা হইলে তুমিও তাহাকে ঘৃণা কর। যেন তুমি তাহাকে মহব্বত করা তোমার খাহেশের বশীভূত হইয়া না হয় এবং তুমি যে তাহাকে ঘৃণা করিবে তাহাও যেন তোমার খাহেশের কারণে না হয়। অথচ তোমাকে নির্দেশ দেওয়া হইয়াছে তোমার খাহেশের বিরোধিতা করার জন্য।


 আল্লাহ তা'আলা এরশাদ করিয়াছেনঃ "তুমি খাহেশের অনুসরণ করিও না। তাহা হইলে তোমাকে আল্লাহর পথ হইতে গোমরাহ করিয়া দিবে।”

👇

বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী 

                          রহমাতুল্লাহি আলাইহি

(ফতুহুল গয়ব🥀)




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url