পরকালের স্ত্রী - বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)
প্রেরণার উৎস বড় পীর আবদুল কাদের জিলানি (রহ.)
![]() |
পরকালের স্ত্রী |
বড় পীরের বাণী
পরকালের স্ত্রী - বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)
হযরত মাআয ইবনে জাবাল (রাঃ) বলেন, হুযুরে পাক (দঃ) এরশাদ করিয়াছেন, যখন কোন স্ত্রী দুনিয়াতে তাহার স্বামীকে কষ্ট দেয়, তখন সেই ব্যক্তির জন্য পরকালের নির্দ্ধারিত হুর সেই স্ত্রীকে বলিয়া থাকে, আল্লাহ তোমাকে ধ্বংস করুন। তুমি তাহাকে কষ্ট দিও না। সে তো কয়েকদিনের জন্য তোমার মেহমান। অচিরেই সে তোমার নিকট হইতে আমার নিকট চলিয়া আসিবে। অত্র হাদীস দ্বারা প্রমাণিত হইতেছে যে, যেমন বেহেশত ও দোজখ কখনও বিলীন হইবে না, তেমন তদুভয় মধ্যকার কোন বস্তুও ধ্বংস বা বিলীন হইবে না । বেহেশতে যাহারা প্রবেশ করিবে, কোন দিন তাহাদেরকে বেহেশত হইতে বাহির করাও হইবে না, উহাদের আর কখনও মৃত্যুও হইবে না। বেহেশতের মধ্যে তাহাদের সুখ ও শান্তি কখনও হ্রাস প্রাপ্ত হইবে না বরং আরও দিন দিন বৃদ্ধি পাইতে থাকিবে।
আল্লাহর নির্দেশে বেহেশত ও দোজখের মধ্যবর্তী স্থানের দেয়ালের উপরে মৃত্যুকে একটি জন্তুর আকারে স্থাপন করতঃ যবেহ করা হইবে। যবেহের পর এক অদৃশ্য আওয়াজ হইবে, হে বেহেশতীগণ! তোমরা অমর-চিরঞ্জীব, তোমাদের আর কোনদিন মৃত্যু স্পর্শ করিবে না। হে দোজখীগণ! তোমরা অনন্তকাল জীবিত, তোমাদের আর কোনদিন মৃত্যু হইবে না।
👇
বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)
(গুনিয়াতুত্ব ত্বালিবীন)
গাউছুল আজম আব্দুল কাদের জিলানী (রহঃ) এর বাণী সমাহার
![]() |
| Motivational Speech Bangla |
হযরত শেখ আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর অমূল্য নছীহত
হযরত শেখ আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ফরমাইয়াছেন, একদিন আমার কাজ খুব কঠিন ও মুশকিল হইয়া পড়িল। সেই কাজের চাপের নীচে পড়িয়া আমার নাফছ নড়বড় করিয়া উঠিল এবং আরাম সেই মুশকিল হইতে বাহির হওয়ার পথ ও আনন্দ তালাস করিতে লাগিল। তখন আমাকে বলা হইল তুমি কি চাহিতেছ? উত্তরে আমি বলিলাম, আমি এমন মৃত্যু চাহিতেছি যাহার মধ্যে জীবন নাই এবং এমন জীবন চাহিতেছি যাহার মধ্যে মৃত্যু নাই। তারপর আমাকে জিজ্ঞাসা করা হইল, যেই মৃত্যুর মধ্যে হায়াত নাই এমন হায়াত কোন্টি? উত্তরে আমি বলিলাম, যেই মৃত্যুর মধ্যে জীবন নাই সেই মৃত্যু হইতেছে আমার স্বজাতীয় মাখলুক হইতে আমার মৃত্যু হওয়া হযরত শেখ আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যেন আমার লাভ ক্ষতির মধ্যে আমি তাহাদিগকে না দেখি এবং আমার নাফছ, খাহেশ ও দুনিয়া আখেরাতের যাবতীয় ইচ্ছা আকাংক্ষা হইতে যেন আমি যেই মৃত্যুর মধ্যে হায়াত নাই এমন হায়াত কোন্টি? মৃত্যু বরণ করি। এই সকল ব্যাপারে যেন আমি জীবিত না থাকি এবং এই সকল ব্যাপারে যেন আমার অস্তিত্ব না পাওয়া যায়।
আর যেই হায়াতের মধ্যে মৃত্যু নাই তাহা হইতেছে এই যে, আমার প্রভুর কাজের সহিত এমন জীবন গড়িয়া উঠিবে যে উহার মধ্যে আমার কোন অস্তিত্ব থাকিবে না। আর আল্লাহর সঙ্গে থাকিয়া আমার মৃত্যু এমন অবস্থায় হইবে যেন আমার অস্তিত্ব আল্লাহর সঙ্গে মিলিয়া থাকে। আমার বুঝ জ্ঞান হওয়ার দিন হইতে আমি যত এরাদা ও ইচ্ছা করিয়াছি উহার মধ্যে এই ইচ্ছাটিই সর্বাধিক উত্তম ইচ্ছা হইয়াছে।
👇
হযরত শেখ আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি
(ফতূহুল গয়ব)
মাওলানা তারিক জামিল হুজুরের চমৎকার বয়ান
বাংলা অনুবাদ সহঃ
👇
.png)
