ইসলামিক শিক্ষনীয় ঘটনা - হযরত বায়েজিদ বোস্তামি (রঃ)
শিক্ষনীয় গল্প ও শিক্ষামূলক ঘটনা - শিক্ষনীয় বাস্তব গল্প
![]() |
| ইসলামিক গল্প |
আল্লাহ ওয়ালাদের ঘটনা - বাস্তব ইসলামিক ঘটনা
ইসলামিক শিক্ষনীয় ঘটনা - হযরত বায়েজিদ বোস্তামি (রঃ)
হযরত বায়েযীদ বাস্তামীর এক বন্ধু ছিলেন মুযাক্কী, অর্থাৎ, আত্মপরিশুদ্ধির ব্যাপারে নিমগ্ন একদিন তিনি হযরত বায়েযীদ (রঃ)-কে বলিলেন: 'আমি সুদীর্ঘ ত্রিশ বৎসর যাবৎ সারা রজনী জাগিয়া নামায পড়িতেছি এবং দিবসে রোযা রাখিতেছি, তথাপি আপনার মুখে যে সমস্ত অবস্থার কথা শ্রবণ করিতেছি উহার কোনটিই আমার হৃদয়ে প্রকাশ পাইতে দেখিতেছি না।' হযরত বায়েযীদ (রঃ) বলিলেনঃ 'তুমি ত্রিশ শত বৎসর ধরিয়া এবাদত করিলেও তদ্রূপ অবস্থা দেখিতে পাইবে না। বন্ধু বলিলেনঃ ইহার কারণ কি? হযরত বায়েযীদ বলিলেন ইহার কারণ যে, তোমার অহংভাব অর্থাৎ, আমিত্বভাবের পর্দার অন্তরালে তুমি চাপা পড়িয়া আছ। কাজেই তুমি সে সমস্ত উন্নত অবস্থা দেখিতে পাইতেছ না। বন্ধু পুনরায় জিজ্ঞাসা করিলেনঃ 'এই দোষ দূর করিবার উপায় কি? তিনি উত্তর করিলেনঃ 'উপায় অবশ্যই আছে, কিন্তু সেই উপায় তুমি অবলম্বন করিতে পারিবে না’। বন্ধু বলিলেনঃ 'আপনি দয়া করিয়া বলিয়া দিন, আমি সেই উপায় অবলম্বনের জন্য চেষ্টা করিব।' তিনি বলিলেন ‘না, তুমি তাহা কখনও করিবে না। অবশেষে বন্ধু নিতান্ত জেদ ধরিলে হযরত বায়েযীদ (রঃ) বলিলেন 'নাপিত ডাকাইয়া আনিয়া মাথা, মুখ, দাড়ি, সব কিছু মুড়াইয়া ফেল। কেবল একখানা তহবন্দ পরিধান করিয়া সমস্ত শরীর উলঙ্গ রাখ। এক ঝুড়ি আখরোট গলায় ঝুলাইয়া লইয়া বাজারের মধ্যে যাও এবং ঘোষণা করিয়া দাও যে, যে বালক আমার ঘাড়ে মোটা কাষ্ঠখণ্ড লাগাইয়া ধাক্কা মারিবে আমি তাহাকে একটি করিয়া আখরোট পুরস্কার দিব। এরূপ লাঞ্ছিত অবস্থায় বিচারক, কাজী, শরীঅতের আলেম এবং অন্যান্য লোকদের কাছেও যাও।” বন্ধু বলিয়া উঠিল ‘সুবহানাল্লাহ! ইহা কেমন কথা! এরূপ উৎকট ব্যবস্থা আপনি কেন দিতেছেন ? হযরত বায়েযীদ বলিলেনঃ 'তুমি যেভাবে সুবহানাল্লাহ বলিলে ইহাতেও তুমি শিরক করিলে। কেননা, তুমি নিজের আত্মসম্মান বোধেই বলিয়াছ। ইহাতেও তোমার অহমিকাভাব প্রকাশ পাইয়াছে।' বন্ধু বলিলেনঃ ‘এরূপ কাজ আমার দ্বারা হইবে না। আরও কোন সহজ উপায় থাকিলে বলিয়া দিন।” হযরত বায়েযীদ (রঃ) বলিলেনঃ “ইহাই এক মাত্র প্রধান উপায় পূর্বেই তো আমি বলিয়াছিলাম, এই অহংভাবের প্রতিবিধান তোমার দ্বারা হইবে না।' হযরত বায়েযীদ স্বীয় বন্ধুর জন্য এরূপ ব্যবস্থা প্রদানের কারণ এই যে, উক্ত বন্ধু নিজের অহঙ্কার প্রকাশপূর্বক জনগণের ভক্তি ও শ্রদ্ধা আকর্ষণের এবং প্রভুত্ব স্থাপনের অভিলাষে মুগ্ধ ছিল। অহংভাব এবং সম্মান ও প্রভুত্ব লাভেচ্ছা হৃদয়ের একটি জঘন্য পীড়া। সেই পীড়ার জন্য এরূপ উৎকট ধরনের ঔষধেরই প্রয়োজন।
👇
হযরত ইমাম গাজ্জালী (রাহঃ)
(কিমিয়ায়ে সা'আদাত)
ইসলামিক সত্য ঘটনা
![]() |
ইসলামিক সত্য ঘটনা। |
বার বার দাফনের পরও মাটি লাশ গ্রহণ করেনি।
হাদীসঃ হযরত আনাস (রাঃ) বর্ণনা করেন, এক ব্যক্তি হুযুর (সাঃ)-এর কাতেব ছিল। পরে সে মোরতাদ হয়ে ইসলামের শত্রুদের সাথে গিয়ে মিলিত হয়। হুযুর (সাঃ) তার জন্য বদ দোআ করলেন যেন যমীন তাকে গ্রহণ না করে। অতঃপর সে ব্যক্তি মৃত্যুমুখে পতিত হওয়ার পর হযরত আবু তালহা (রাঃ) তার কবরের নিকট গিয়ে দেখলেন, লোকটি কবরের উপর পড়ে রয়েছে। এটা দেখে তিনি এর কারণ জানতে চাইলে বলা হল, এ লোকটিকে কয়েকবার দাফন করা হয়েছে, কিন্তু প্রতিবারই তার লাশ কবরের উপর পড়ে থাকতে দেখা যায়। সুতরাং আমরা তাকে ঐ অবস্থায়ই ফেলে রেখেছি। -(বোখারী ও মুসলিম)
বৃদ্ধাশ্রম নিয়ে চমৎকার একটি শিক্ষনীয় গল্প🥰
👇

