স্রষ্টার পরিচয় | আল্লাহর প্রশংসা ও স্তুতি হযরত বড় পীর আবদুল কাদের জিলানী (রহঃ)

 

স্রষ্টার পরিচয় | আল্লাহর প্রশংসা ও স্তুতি হযরত বড় পীর আবদুল কাদের জিলানী (রহঃ)


আয়াতে ক্বোরআনী এবং অন্যান্য দলীল প্রমাণ মতে স্রষ্টার পরিচয় জানার জন্য নিম্নোক্ত বিষয়গুলির প্রতি একীন রাখা দরকার, যথা : আল্লাহ এক এবং একক। তাঁহার জন্মদাতা নাই, সন্তান নাই। তাঁহার সমতুল্য কেহ নাই। কোন কিছুই তাঁহার বরাবর নাই। তিনি সর্বশ্রোতা ও সর্বদর্শী। তাঁহার সমান কেহ নাই। কেহ সাহায্যকারী নাই, কেহ আশ্রয়দাতা বা আশ্রয় স্থল নাই, পরামর্শদাতা নাই। কেহ প্রতিদ্বন্দ্বী নাই। তাঁহার কোন আকার বা আকৃতি নাই। তিনি এমন সত্তা নহেন, যাহাকে অনুভব করা যায় বা অবলোকন করা যায়, কিংবা যাহার বিষয় ভাবিয়া কিনারা পাওয়া যায়। তিনি এমন সত্তা যাঁহার অবস্থা চিন্তা করিয়া আয়ত্ত করা যায় না। তাঁহার কোন অংশ বা উসিলা নাই। তিনি অনন্ত, অসীম, তাঁহার কোন সীমা বা আদি-অন্ত নাই।


স্রষ্টার পরিচয় | আল্লাহর প্রশংসা ও স্তুতি হযরত বড় পীর আবদুল কাদের জিলানী (রহঃ)

                      স্রষ্টার পরিচয়




যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা - সমস্ত প্রশংসা আল্লাহর জন্য 




আল্লাহর প্রশংসা ও স্তুতি 💕


তিনিই আল্লাহ্, যিনি আসমানকে উপরে স্থাপন করিয়াছেন এবং যমিনকে নীচে বিছাইয়াছেন। তিনি কোন অন্ধকার বস্তুর মত নন আবার তিনি কোন উজ্জ্বল বস্তুর মতও নন। তাঁহার সর্ব বিষয়ের এলেম বিদ্যমান। সব কিছুই তিনি দেখেন। তিনি সব কিছুর উপরে শক্তিমান ও জয়যুক্ত। সকল কিছুর উপরে আদেশকর্তা এবং সব কিছুর মালিক এবং সর্বশক্তিমান। সবার উপর অনুগ্রহশীল। তিনি গুনাহ ক্ষমাকারী ও দোষ মোচনকারী । তিনি সকল কিছুর স্রষ্টা এবং অনস্তিত্বের জগত হইতে অস্তিত্বের জগতে আনয়নকারী। তিনি সকলের আদি ও সকলের অন্ত। তিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য এবং তিনিই সবার উপাস্য। তিনি এমন সত্তা যাহার কখনও মৃত্যু নাই, যিনি চিরস্থায়ী অর্থাৎ সদা জীবন্ত। তাঁহার কখনও বিনাশ কিংবা শেষ নাই। তাঁহার তন্দ্রা নাই। তিনি এমন শক্তিধর, যাঁহার কেহ কোনরূপ লোকসান বা ক্ষতি করিতে সক্ষম নয়। তাঁহাকে কেহ কোনরূপ অধীন করিতে পারে না। তাঁহার শানদার নাম রহিয়াছে। তিনি সর্বাধিক দাতা। তিনি সমগ্র জাহান ধ্বংস করিবেন। তিনি ক্বোরআনে পাকে ফরমাইয়াছেন, 'কুল্লুমান আলাইহা ফান অ ইয়াবক্বা অজহু রাব্বিকা যুলজালালি অল ইকরাম।' অর্থাৎ আসমান ও যমিনের উপরে যাহা কিছু আছে, সমস্তই ধ্বংস হইয়া যাইবে, কেবল মাত্র তোমার সম্মানিত ও কারামতওয়ালা প্রভু বাকী থাকিবেন। তিনি সমস্ত গোপন ও প্রকাশ্য বিষয় জানেন। তাঁহার ইচ্ছার বিরুদ্ধে কাহারও কিছু করিবার সাধ্য নাই। তাঁহার সম্পর্কে কোনরূপ ধ্যান-ধারণা মানুষের উপর ধ্যান-ধারণার অনুরূপ করিলে তাহা ভুল প্রমাণিত হয়। কেননা তিনি নিজের তৈরী সৃষ্টি জগতের যে কোন কিছুর সহিত সামঞ্জস্য হইতে সম্পূর্ণ পবিত্র এবং অতি উচ্চে। প্রত্যেকে রোজ কিয়ামতে তাঁহার সামনে একাকী গিয়ে দণ্ডায়মান হইবে। আর সেদিন তিনি প্রত্যেক বদকারকে তাহার বদীর প্রতিফল এবং নেককারকে তাহার নেকীর পুরস্কার প্রদান করিবেন। সমস্ত মাখলূকের রুজী রিজিক দাতা একমাত্র তিনি, কিন্তু তিনি কাহারও নিকট রুজীর জন্য মুখাপেক্ষী নহেন।
👇
বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী 
                          রহমাতুল্লাহি আলাইহি 
(গুনিয়াতুত্ব ত্বালিবীন)


হযরত মাওলানা তারিক জামিল হুজুরের চমৎকার বয়ান - বাংলা সাবটাইটেল 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url