শয়তানের পরিচয় ও জিন শয়তান থেকে বাঁচার দোয়া - বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)


ওয়াসওয়াসা শয়তানের কুমন্ত্রণা - শয়তান থেকে নিরাপদ থাকার উপায়




শয়তানের পরিচয় ও জিন শয়তান থেকে বাঁচার দোয়া - বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)
শয়তানের ধোঁকা হতে বাঁচার উপায় 

শয়তানের পরিচয়


শয়তান আল্লাহ, সৎকাজ এবং বেহেশত হইতে দূরবর্তী এবং অপকর্ম, কুকাজ ও দোজখের নিকটবর্তী। আল্লাহ্ তায়ালা তাঁহার পয়গম্বর এবং অন্যান্য বান্দাগণকে বলেন, তোমরা বিতাড়িত শয়তান হইতে আশ্রয় প্রার্থনা কর। তাহা হইলে দোজখ হইতে পরিত্রাণ পাইয়া বেহেশত লাভ করিতে পারিবে এবং ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর দর্শন লাভে সক্ষম হইবে। আল্লাহ্ তায়ালা ইহাই বলিতে চাহেন যে, আমার বান্দা! শয়তান আমার নিকট হইতে দূরে এবং তোমরা আমার নিকটবর্তী। শিষ্টতার সাথে নিজের অবস্থাকে সুরক্ষিত কর, যেন শয়তান কোন প্রকার ধোকা বা প্রবঞ্চনা দ্বারা তোমার উপর আধিপত্য বিস্তার করিতে না পারে। ভালভাবে শিষ্ঠতা লাভের উপায় হইল, আল্লাহর নির্দেশিত কার্যসমূহ পালন করা। নিষেধকৃত কার্যসমূহ হইতে বিরত থাকা এবং জান-মাল, সন্তান-সন্ততি যাবতীয় বিষয়ে আল্লাহ যাহা নির্ধারণ করিয়াছেন উহাতে সন্তুষ্ট থাকা। যেই ব্যক্তিই ইহাতে দৃঢ়পদ থাকে, শয়তান তাহার নিকট হইতে দূরে সরিয়া থাকে। সে পরকালে নবী, সিদ্দীক এবং বোযর্গদের সাথে চির শান্তিময় বেহেশতে অবস্থান করিবে। আর এই সান্নিধ্য খুবই শান্তিময়। এখানে সে সর্বদা আল্লাহতায়ালার অশেষ নিয়ামত দ্বারা তৃপ্ত হইতে থাকিবে।

 আল্লাহতায়ালা বলেন, হে শয়তান! আমার খাস বান্দাদের উপর তোর কোন ক্ষমতা ও আধিপত্য খাঁটিবে না। 

অতএব যখন মহান প্রভুর দরবার হইতে কোন ব্যক্তির বন্দেগীর সনদ মিলিয়া যায়, তখন হীন, নীচ শয়তান তাহার উপর প্রভুত্ব করিতে সক্ষম হয় না। প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোন প্রকারের শয়তান তাহার নিকট আসিবে না এবং পাপ ও অন্যায়ের প্রবৃত্তি দ্বারা তাহাকে কলুষিত করিতে পারিবে না। শয়তান এইরূপ ব্যক্তির নিকট আসিলে সে নিজেই ধ্বংস হইয়া যায়।


এই অবস্থায় এক অদৃশ্য আওয়াজ আসে, যে ব্যক্তি নফসের বিরোধিতা করিয়া সত্যে সুপ্রতিষ্ঠিত থাকে এবং সঠিক পথে চলে, সে ব্যক্তি এইরূপ মর্যাদাই পাইয়া থাকে। এইরূপ ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তখন ফিরেশতাগণ তাহার আত্মা আল্লাহর দরবারে লইয়া যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করিয়া থাকেন। ফিরেশতাগণ তাহার সুনাম করেন, আল্লাহ্ তাঁহার এইরূপ বান্দার জন্য গর্ব অনুভব করেন। যে ব্যক্তি প্রকাশ্যে ও গোপনে আল্লাহ্ তায়ালাকে ভয় করিয়া চলে, সে ব্যক্তি অবশ্যই শয়তানের ধোকা হইতে বাঁচিয়া থাকিতে পারে।


সুতরাং মানুষের উচিত শয়তান হইতে সদা সতর্ক ও সাবধান থাকা এবং তাহার আহ্বানে সাড়া না দেওয়া। আল্লাহ্ বলেন, শয়তান হইতে দূরে থাক, শয়তান তোমাদের শত্রু। তোমরাও তাহার সাথে শত্রুতা পোষণ কর। তাহার সাথে দোজখে থাকার জন্য সে তাহার সম্প্রদায়কে আহ্বান করে। আল্লাহ্ আরও বলেন, শয়তান বহু লোককে গোমরাহ করিয়া দিয়াছে, তোমরা কি তাহা উপলব্ধি করিতে পার না? শয়তানের অনুসরণ করা প্রত্যেকটি দুর্ভাগ্যের মূল। যদি কেহ শয়তানের বিরোধিতা করে, তবে সে পরকালে অশেষ নিয়ামত ও সুখ স্বাচ্ছন্দ্যের সাথে অতিবাহিত করিবে।


শয়তান 'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম' পাঠ করাকে এবং আশেকদের অন্তরে নূরের প্রজ্জ্বলিত শিখাকে অত্যন্ত ভয় পায়। যদি তুমি আশেক না হও তবে আউযু পাঠ করাকে তোমার জীবনের একটি প্রধান কর্তব্য বলিয়া মানিয়া লও। যখন আশেক হইবে, তখন তোমার অন্তরের নূরের শিখাই শয়তান ও তাহার দলবলকে ধ্বংস করিয়া দিবে। 

যেমন হযরত রাসূলে করীম (দঃ) হযরত ওমর (রাঃ)কে বলিয়াছিলেন যে, ওমর! তোমার ছায়া দেখিলেই শয়তান ভয়ে পলায়ন করে।


হুযুরে পাক (দঃ) আরও এরশাদ করিয়াছেন, যে জনপদে ওমর গমন করে, শয়তান সে জনপদ ছাড়িয়া অন্যত্র চলিয়া যায়।

 কথিত আছে যে, শয়তান হযরত ওমর (রাঃ)কে দেখিলে পাগলের মত হইয়া যাইত।


হুযুরে পাক (দঃ) এরশাদ করিয়াছেন, যখন শয়তান জানিতে পারে যে, অমুক ব্যক্তি সত্যবাদী এবং তাহার শত্রু, তখন সে তাহার নিকট হইতে সরিয়া যায়। কিন্তু খুব সংগোপনে তাহার দিকে খেয়াল রাখে। একটু সুযোগ পাইলেই তাহার উপর হামলা চালায়।


অতএব মানুষের উচিত সত্যবাদী হওয়া এবং শয়তানের প্ররোচনা হইতে সর্বতোভাবে নিরাপদ থাকা। কারণ শয়তান মানুষের পুরাতন শত্রু এবং সে অতি সূক্ষ্ম পথে মানুষের মধ্যে গমনাগমন করিয়া থাকে। মানুষের সমস্ত রগে এমন কি প্রতিটি রক্ত কণিকার মধ্য দিয়া সে চলিতে পারে। হযরত আবু হোরায়রা (রাঃ) মুনাজাত করিতেন, হে প্রভু। আমাকে ব্যভিচারী এবং হত্যা করা হইতে বাঁচাইয়া রাখ।


লোকগণ জিজ্ঞাসা করিল, আপনি বৃদ্ধ হইয়াছেন, এখনও ব্যভিচার করার আশঙ্কা করেন কি? তিনি জবাবে বলিলেন, কেন ভয় করিব না? আমার শয়তান যে এখনও জীবিত।

👇

বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী 

                          রহমাতুল্লাহি আলাইহি 

(গুনিয়াতুত্ব ত্বালিবীন)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url