বাচার রাস্তা একটাই - নিচের পথ
চোখকে নীচের দিকে রেখে পথ চলা
ফযীলত:
তোমাদের জেনে রাখা উচিত যে, শয়তানকে যখন আল্লাহ্ তা'য়ালার দরবার থেকে বহিষ্কার করা হয়েছিল, তখন সে একথাই বলেছিল যে, "আমি মানুষদেরকে প্রতারিত করার জন্য সেই সোজা পথের ওপর বসে থাকবো যে পথে চলার জন্য আপনি তাদেরকে হুকুম করেছেন।" অতঃপর তাদের সম্মুখ-পেছন, ডান ও বাম দিক থেকে আমি তাদেরকে প্রতারিত করতে থাকবো।
শয়তান তার কথায় শুধু চারদিকের কথা উল্লেখ করেছে। অথচ দিক হলো মোট ছয়টি। উপর ও নীচ এই দু'দিক তার কথায় উল্লেখ নেই। শয়তান শুধুমাত্র চারদিকের উল্লেখ করলো, কিন্তু উপর ও নীচ এই দু'দিকের কথা কেন উল্লেখ করলো না?
এ রহস্য উদ্ঘাটন করে আমাদের বুজুর্গগণ এর সুন্দর ব্যাখ্যা বর্ণনা করেছেন। বাস্তব কথা হলো, অধিকাংশ গোনাহ্ এই চারদিক থেকেই সংঘটিত হয়।
সুতরাং গোনাহ্ থেকে বাঁচার মাত্র দু'টি পথই খোলা:
1️⃣ উপরের দিকে তাকিয়ে পথচলা অথবা
2️⃣ নীচের দিকে নজর রেখে পথ চলা
কিন্তু এ কথাও বাস্তব সত্য যে, উপরের দিকে চোখ রেখে পথচলার মধ্যে রয়েছে এক ধরনের ভয় ও শংকা, কোথাও আবার আঘাতপ্রাপ্ত না হই অথবা কোথাও আবার পড়ে না যাই। কিংবা কোনো কিছু চোখে পড়ে।
অতএব, এখন এই তরীকা (পদ্ধতি) বাকি থাকল যে, "চোখ নিচের দিকে রেখে চলবে।"
⬇️ জান্নাতের টিকেট - লা ইলাহা ইল্লাল্লাহ্