শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায়




শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার দোয়া - শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার দোয়া





 
শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায়
শয়তানের ধোঁকা থেকে বাচার উপায়।


শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকার দোয়া



শয়তান হইতে বাঁচিবার উপায় - বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ)



যে সকল হাতিয়ার শয়তানের ধোকা হইতে মানুষকে পরিত্রাণ পাওয়ায় সাহায্য করে, উহার মধ্যে শ্রেষ্ঠ হাতিয়ার হইল, কালেমায় তাওহীদ পাঠ করা এবং আল্লাহতায়ালার যিকির করা।


হাদীসে কুদসীতে আল্লাহ্ বলেন : কালেমা “লা ইলাহা ইল্লাল্লাহু” আমার দুর্গ। যে ব্যক্তি এই কালেমা পাঠ করে সে আমার দুর্গে চলিয়া আসে। তাহার শাস্তির কোন ভয় নাই। আল্লাহ্ আরও বলেন, যে ব্যক্তি একাগ্রতার সাথে কালেমায় তাওহীদ পাঠ করে এবং আমার আদেশ নিষেধ মানিয়া চলে, পাপীষ্ঠ শয়তান তাহাকে সামনে দেখিলেই দ্রুত চলিয়া যায়। সে শয়তানের শয়তানী হইতে এমন ভাবে বাঁচিয়া থাকে, যেমন কোন ব্যক্তি যুদ্ধ ক্ষেত্রে শত্রুর অস্ত্রাঘাত হইতে ঢালের সাহায্যে নিজেকে রক্ষা করে। 


বিসমিল্লাহ” বহু সংখ্যক বার পাঠ করা চাই। তাহাতে শয়তান হইতে নিরাপদ থাকিবে। হুযুরে পাক (দঃ) বলেন, আমি শুনিলাম, এক ব্যক্তি বলিতেছে, শয়তান ধ্বংস হউক। আমি তাহাকে বলিলাম এমন কথা বলিও না। ইহা বলিলে সে মনে করে যে, সে খুব একটা কিছু। আমার ইযযতের কসম, আমি উহার উপর জয়লাভ করিয়াছি সুতরাং তুমি বল, 'বিসমিল্লাহির রাহমানির রাহীম'। ইহা পাঠ করিলে শয়তান কুঁকড়াইয়া পিপড়ার ন্যায় হইয়া যায়। সে আর ভয়ে তাহার নিকটেই আসে না।


যদি কোন ব্যক্তি আল্লাহর মেহেরবানী ব্যতীত দুনিয়াদারের ন্যায় সম্পদের লালসা করে, উহার প্রশংসা করে, সম্পদ সঞ্চয়ে নিযুক্ত থাকে, তবে সে যেন শয়তানের সাহায্য প্রার্থনা করিল। এই অবস্থায় তাহার সন্তান-সন্ততি এবং ধন-সম্পদ শয়তানের সম্পদে পরিণত হয়।


অতএব মানুষের কর্তব্য আল্লাহর নিকট প্রার্থনা করা এবং তাহারই উপর সর্ববিষয়ে নির্ভর করা। প্রত্যেকটি হারাম এবং সন্দেহজনক বস্তু হইতে দূরে থাকা। যাহা হালাল উহা সামান্য হইলেও উহাতে সন্তুষ্ট থাকিবে।


যে ব্যক্তি হালাল হারামের পরওয়া করে না, আল্লাহ্ সেই ব্যক্তির প্রতি উদাসীন থাকেন যে, দোজখের কোন দরজা দিয়া সে ভিতরে প্রবেশ করিবে। আল্লাহতায়ালা বলেন, যে ব্যক্তি রাহমানের যিকির করা হইতে বিরত থাকে, আমি তাহার উপর তাহার শয়তান নিযুক্ত করিয়া দেই, তখন শয়তান এই ব্যক্তির উঠা-বসার সঙ্গী হইয়া যায়। শয়তান তখন নানাভাবে তাহাকে ধোকা দিতে থাকে। যেমন হারামকে হালাল করিয়া দেখায়, সৎকাজে বাধা প্রদান করে, ওয়াজিব ও সুন্নত কাজ করিতে দেয় না ইত্যাদি। এমন ব্যক্তি উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হয়। পরকালে ইহার হাশর শয়তানের সাথে হইবে।


 অনেক লোক বার্দ্ধক্যে শয়তানের ধোকায় পড়িয়া ঈমান হারাইয়া ফেলে। ইহারা অনন্তকাল ধরিয়া শয়তানের সহিত দোজখে থাকিবে। ফিরাউন, হামান, কারুন, নমরুদ ইত্যাদির সাথে ইহাদের হাশর হইবে।


হে মাবুদ! আমরা প্রকাশ্যে, অপ্রকাশ্যে শয়তানের আনুগত্য ও সাহচর্য হইতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি।

👇

( গুনিয়াতুত্ব ত্বালিবীন)



প্রেরণার উৎস বড় পীর হযরত আব্দুল কাদের জিলানি রহঃ



স্বপ্নে বড়পীর সাহেব ও অভিশপ্ত শয়তানের সাক্ষাৎকার
বড় পীরের বাণী 



আল্লাহর অলিদের বাণী - সাধকদের বাণী - অমূল্য বাণী



 হযরত শেখ আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ফরমাইতেছেন, একদা আমি অভিশিপ্ত শয়তান ইবলীছকে স্বপ্নে দেখিয়াছি। আমি স্বপ্নে দেখি যে, আমি একটি বড় জমাতের মধ্যে আছি। সেখানে মালউন ইবলীছও আছে। আমি তাহাকে কতল করিবার ইচ্ছা করিলাম। শয়তান বলিল, আপনি আমাকে কেন হত্যা করিবেন? আমার কি অপরাধ? যদি আমার ভাগ্য মন্দ হইয়া থাকে তাহা হইলে উহাকে ভালোর দিকে ফিরাইবার ক্ষমতা আমার নাই এবং ভালোর দিকে পরিবর্তন করার সাধ্য নাই। আর যদি ভাগ্য ভাল হইয়া থাকে উহাকে পরিবর্তন করিয়া মন্দের দিকে নেওয়ার ক্ষমতাও আমার নাই। আমার হাতে কি জিনিষ আছে? কিছুইতো নাই। তারপর আপনি কেন আমাকে হত্যা করিবেন?


হযরত শেখ আবদুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তখন আমি শয়তানকে একটি নপুংশকের আকারে দেখিতে পাইলাম। যাহার কথা খুব নরম। তখন আল্লাহ তা'আলার একটি আয়াত মনে পড়িল। আল্লাহ্ পাক পবিত্র কোরআনে এরশাদ করিয়াছেনঃ “নিশ্চয় আমার খাছ বান্দাদের উপর তোমার (শয়তানের) কোন ক্ষমতা চলিবে না।” আর শয়তানের ফাঁক অতি দুর্বল। শয়তানের চেহারা তখন লম্বা আকৃতির ছিল তাহার মুখে কিছু চুল (দাঁড়ি)ও ছিল। খুব ঘৃণ্য আকৃতি কুৎসিত মুখ। সে যেন আমার সামনে লজ্জা ও ভয়মিশ্রিত মুখে হাসিতেছে। আর এই স্বপ্নটি আমি দেখিয়াছিলাম ৪৯১ হিঃ জিলহজ্ব চাঁদের বার তারিখে রবিবার রাত্রে, অর্থাৎ শনিবার দিবাগত রাত্রে।


বিঃ দ্রঃ নপুংশক বলে এমন লোককে যেই লোকটি পুরুষও নহে এবং মহিলাও নহে। যাহাকে হিজড় বা খুন্‌ছা বলা হয়।


ফতুহুল গয়ব🌷

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url