সকাল বিকাল আল্লাহওয়ালাদের সাথে অবস্থানের নির্দেশ - ফাজায়েলে আ'মাল



দাওয়াত ও তাবলীগ | Dawat O Tablig




ফাজায়েলে আমল বাংলা


সকাল বিকাল আল্লাহওয়ালাদের সাথে অবস্থানের নির্দেশ - ফাজায়েলে আ'মাল
ফাজায়েলে আ'মাল 


ফাযায়েলে আমল
মুহাম্মদ জাকারিয়া কান্ধলভি (রহঃ)


সকাল বিকাল আল্লাহওয়ালাদের সাথে অবস্থানের নির্দেশ




অর্থঃ- হে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! যাহারা সকাল বিকাল শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাঁহাকে স্মরণ করে আপনি এমন লোকদের সঙ্গে অবস্থান করুন এবং দুনিয়ার জিন্দেগীর জাঁক-জমকের আশায় আপনার নজর যেন তাহাদের উপর হইতে হটিয়া না যায়, আর যাহার হৃদয়কে আমি আমার জিকির হইতে গাফেল করিয়া দিয়াছি এবং সে নিজের খাহেশের তাবেদারী করিয়াও চলে আর যাহার কাজ সীমা অতিক্রম করিয়া গিয়াছে, আপনি তাহার অনুসরণ করিবেন না।


বিভিন্ন হাদীছে বর্ণিত আছে যে, হুজুরে আকরাম (ছঃ) এইজন্য আল্লাহর শোকরিয়া আদায় করিতেন যে, আমার উম্মতের মধ্যে এমন লোক পয়দা করিয়াছেন, যাহাদের মজলিসে জমিয়া বসিবার জন্য স্বয়ং আমাকেও আদেশ করা হইয়াছে এবং উক্ত আয়াতে অন্যদের সম্পর্কেও হুকুম ফরমাইয়াছেন, যাহাদের হৃদয় আল্লাহর জিকির হইতে গাফেল, খাহেশাতের তাবেদারী করে এবং যাহারা সীমা অতিক্রম করে তাহাদের অনুসরণ হইতে বিরত রাখা হইয়াছে।


এখন ঐসব ব্যক্তি যাহারা দ্বীন ও দুনিয়ার প্রত্যেক কাজে ও কর্মে কাফের ফাছেকদের অনুসরণ করিয়া চলে এবং মোশরেক ও নাছারাদের প্রত্যেক কথা ও কাজের উপর জীবন উৎসর্গ করিতে প্রস্তুত, তাহারা স্বয়ং একটু চিন্তা করিয়া দেখুন যে, কোন পথে তাহারা অগ্রসর হইতেছে।




 অর্থাৎ-হে বেদুইন পথিক! আমার ভয় হইতেছে যে, তুমি কা'বা শরীফে পৌছিতে পারিবে না। কারণ যে পথে তুমি অগ্রসর হইতেছ উহা তুর্কিস্তানের পথ।



ফাজায়েলে আ'মাল  


উদ্দেশ্য আমার নছীহত করা ছিল তাহা করিয়া গেলাম । তোমাকে আল্লাহর হাতে সোপর্দ করিলাম ও আমি বিদায় নিলাম। 



👇

ফাজায়েলে আ'মাল 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url