ইবলিশ শয়তান ও মানুষ - জিন কত প্রকার ও কি কি?

শয়তানের চোখে আদম সন্তান তিন প্রকার


ইবলিশ শয়তান ও মানুষ - জিন কত প্রকার ও কি কি?
ইবলিশ 





ইবলিশ শয়তান ও মানুষ - হযরত ইমাম গাজ্জালী রহঃ 



শয়তান ও হযরত ইয়াহইয়া (আঃ): হযরত ওয়াহহাব ইবনে ওয়ারদ (রহঃ) বলেছেন যে, আমরা শুনেছি, শয়তান একদা হযরত ইয়াহইয়া (আঃ) এর নিকট একজন মানুষের রূপ ধরে এসে বলল, আমি তোমাকে কিছু উপদেশ দিতে চাই। তিনি বললেন, তোমার উপদেশে আমার কোন প্রয়োজন নেই। তবে আদম সন্তানদের সম্পর্কে কিছু বলতে পার। শয়তান বলল, আমাদের দৃষ্টিতে আদম সন্তান তিন প্রকার। এক প্রকার আমাদের  নিকট খুবই কঠোর। তাদের নিকট আমরা গমন করে তাদেরকে বিপদলিপ্ত করে দিয়ে আমরা নিশ্চিন্তে বসে থাকি। ওদিকে তারা তাওবাহ ও ক্ষমার আশ্রয় গ্রহণ করে তাদের নিকট থেকে আমরা যা' অর্জন করি, তা' সমূলে বিনাশ করে দেয়। তারপর আবার আমরা তাদের নিকট যাই এবং তারাও আবার ক্ষমা প্রার্থনা করে। এভাবে আমরা তাদের সম্বন্ধে নিরাশ হয়ে যাই এবং তাদের দ্বারা আমাদের কোন উদ্দেশ্য সিদ্ধি হয় না। তাদের ব্যাপারে আমাদের বহু কষ্ট, ক্লেশ ও অশান্তির মধ্যে কাটাতে হয়।


দ্বিতীয় প্রকার মানুষ আমাদের হস্তে বালকদের হস্তের পুতুলের ন্যায়। তাদেরকে আমরা যখন যেরূপ ইচ্ছে করে নেই, তারাই আমাদের পক্ষে যথেষ্ট।


আর তৃতীয় প্রকার মানুষ তোমাদের ন্যায় সম্পূর্ণ নিখুঁত এবং নিষ্পাপ। তাদের উপর আমরা কখনও আমাদের কর্তৃত্ব খাটাতে পারি না।



জ্বিন তিন প্রকারঃ হযরত আবু দারদা (রাঃ) বলেন, হুযুরে পাক (দঃ) বলেছেন যে, আল্লাহতায়ালা তিন একার জ্বিন সৃষ্টি করেছেন। এক প্রকার জ্বিন সর্প, বিচ্ছু এবং মাটির কীট ইত্যাদি। দ্বিতীয় প্রকার জ্বিন শূন্যের উপর বায়ুর ন্যায় চলাচল করে এবং তৃতীয় প্রকার জ্বিনের হিসাব-নিকাশ হবে। তাদের জন্য পুরস্কার এবং শাস্তি আছে।





মানুষ তিন প্রকারঃ আল্লাহতায়ালা তিন প্রকার মানুষ সৃষ্টি করেছেন। এক প্রকার মানুষ পশু সদৃশ। আল্লাহতায়ালা বলেন, তাদের হৃদয় আছে; কিন্তু তদ্বারা তারা কিছু বুঝে না। তাদের চক্ষু আছে; কিন্তু তদ্বারা তারা দেখে না। তাদের কর্ণ আছে; কিন্তু তদ্বারা তারা শুনে না। তারা পশুর ন্যায় বরং আরও বেশী ভ্রষ্ট। যেমন কুরআনে মজীদে উক্ত হয়েছেঃ “লাহুম ক্বলূবুল্লা ইয়াফক্বাহুনা বিহা অ লাহুম আ'ইয়ুনু ল্লাইয়ুবছিরূনা বিহা অ লাহুম আযানু ল্লাইয়াসমাউনা বিহা-উলায়িকা কাল আনআমি বাল হুম আদ্বাল্লু”। দ্বিতীয় প্রকার মানুষের আদম সন্তানের ন্যায় দেহ রয়েছে কিন্তু তাদের হৃদয় রয়েছে শয়তানের হৃদয় সদৃশ। তৃতীয় প্রকার মানুষ যেদিন আল্লাহর ছায়াতলে থাকবে, সেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্যকোন ছায়া থাকবে না।

👇

হযরত ইমাম গাজ্জালী (রহঃ)

(এহ্ইয়াউ উলূমাদ্দিন)




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url