চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির আমল - দৃষ্টি শক্তি বৃদ্ধি করার দোয়া
দৃষ্টিশক্তি বৃদ্ধির ইসলামিক উপায় - দৃষ্টিশক্তি বৃদ্ধির উপায়
![]() |
| পবিত্র কোরাআন থেকে চিকিৎসা |
দৃষ্টিশক্তি বৃদ্ধির আমল
(১)
![]() |
| (২৬পারা, ১২ রুকু) |
প্রতি নামাজের পর এ আয়াত ৩ বার পড়ে ৩ বার আঙ্গুলে ফুঁ দিয়ে চোখে স্পর্শ করলে ইনশাআল্লাহ দৃষ্টিশক্তি লোপ পাবে না। যদি কিছুটা হ্রাস পেয়ে থাকে তাও পূরণ হবে।
(২) বিসমিল্লাহসহ সূরা কদর
যে ব্যক্তি ওজু করে আকাশের দিকে তাকিয়ে বিসমিল্লাহসহ এ সূরা ১ বার পড়বে ইনশাআল্লাহ তার দৃষ্টিশক্তি লোপ পাবে না।
সূরাটি এইঃ
![]() |
সূরা কদর |
(৩) সূরা তাকভীর (৩০ পারা)
এ সূরা পড়ে চোখের মধ্যে ফুঁ দিলে কোন জ্বালা-পোড়া থাকলে দূর হয়ে যাবে এবং দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ্
সূরাটি এই -
![]() |
সূরা তাকভীর (৩০ পারা) |
![]() |
সূরা তাকভীর (৩০ পারা) |
(3)
এ নামটি কাগজের ওপর লিখে শ্বাসকষ্ট, অবসন্নতা ও অঙ্গ-প্রত্যঙ্গের অবসের শিকার এমন লোকের শরীরে ছুঁয়ে দিলে এবং ধৌত করে পানি পান করালে খুব উপকার হয়। তদ্রুপ ক্ষীণ দৃষ্টিশক্তিসম্পন্ন ব্যক্তির চোখে স্পর্শ করে দিলে দর্শনশক্তি বৃদ্ধি পাবে। ইনশাআল্লাহ্
মা'কে নিয়ে তারিক জামিল হুজুরের চমৎকার বয়ান - বাংলা অনুবাদ সহঃ
👇





